রায়গঞ্জে শুরু মহিলাদের উদ্যোগে পিঠেপুলি উৎসব, মেলায় ভিড় ভোজনরসিকদের

মহিলাদের উদ্যোগে রায়গঞ্জে শুরু হলো পিঠেপুলি উৎসব। নেতাজিপল্লীর রামযতন স্কুল লাগোয়া প্রাঙ্গনে শনিবার বিকেল থেকে শুরু হয় এই মেলা।

Bengal Live রায়গঞ্জঃ উত্তরের শহর রায়গঞ্জেও এবার পিঠেপুলি উৎসব। পৌষ বিদায় নিয়েছে। তাতে কী ? “প্রয়াসী”-র রন্ধন শিল্পীরা হাজির দুধপুলি ও মালপোয়ার সম্ভার নিয়ে। ভোজনরসিকেরও তো অভাব নেই ছোট্ট এই শহরে। তাঁদের কথা মাথায় রেখেই গত বছর থেকে কুলিক পাড়ের শহরে বসছে পিঠেপুলির মেলা। আয়োজনে রায়গঞ্জের একদল মহিলার গড়ে তোলা সংস্থা “প্রয়াসী”। শনিবার বিকেল থেকে শুরু হয়েছে মেলা।

“প্রয়াসী”-র অন্যতম সদস্যা রীতা রায় জানিয়েছেন, পিঠেপুলি মেলা এবার দ্বিতীয় বছরে পা দিয়েছে। এবছর মেলায় মোট ২০টি স্টল বসেছে। মেলায় মিলছে দুধপুলি, সর পিঠা, মুগ পুলি, মালপোয়া, পাটিসাপটা সহ মুখরোচক নানান পিঠে। পাশাপাশি স্বাদ বদলের জন্য টক-ঝাল জাতীয় খাবারও মিলছে মেলা প্রাঙ্গনে।

Exit mobile version