উত্তর দিনাজপুরে সতর্ক পুলিশ, নজরদারিতে সাদা পোশাকের গোয়েন্দা

বিগত দুই দিন থেকে পরিস্থিতি অনেকটাক স্বাভাবিক উত্তর দিনাজপুরে। তবে বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না পুলিশ ও প্রশাসন। গুজব রুখতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলার প্রতিটি এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। রয়েছে ক্যুইক রেসপন্স টিমও।

Bengal Live রায়গঞ্জঃ বুধবার এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর দুষ্কৃতীদের সশস্ত্র হামলার পর জেলায় শান্তি-শৃঙখলা বজায় রাখতে তৎপর হয়েছে উত্তর দিনাজপুর পুলিশ। পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে ১৮ টি ক্যুইক রেসপন্স টিম। রায়গঞ্জ ও ইটাহার সহ জেলার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে পুলিশ। কোথাও কোনও অশান্তি বা গোলমালের খবর পেলেই দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য সদা প্রস্তুত রয়েছে কিউআরটি বাহিনী। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের গোয়েন্দারাও সতর্ক নজরদারি চালাচ্ছে জেলা জুড়ে। গুজবে কান না দেওয়ার জন্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষকেও পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এদিকে রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় বুধবারের ওই হামলার ঘটনার পর এক শ্রেণীর মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। নানা রকম গুজবও ছড়াচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে এমনই এক গুজবকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ইটাহার থানার কাপাসিয়া, গুলন্দর, হাটগাছি, বৃন্দাবাড়ি, পাড়েরগ্রাম সহ কয়েকটি গ্রামে। আসলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতের অন্ধকারে গ্রামে গ্রামে টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। কিন্তু আলো-আঁধারিতে পুলিশের সেই গাড়িকে কেন্দ্র করেই গুজব ছড়িয়ে পড়ে গ্রামে হামলাকারীরা ঢুকেছে বলে। পরে জানা যায়, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নানারকম বিভ্রান্তিমূলক কথা বলে প্রথম এই গুজব ছড়ায়। শেষ পর্যন্ত বিষয়টি পুলিশের কানে পৌঁছালে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার বলেন, “জেলায় আইনশৃঙ্খলা ও পরিস্থিতি স্বাভাবিক আছে। শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। কারও কোনওরকম ভাবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শান্তি বজায় রাখতে মোট ১৮ টি ক্যুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। তারা দিনরাত বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে। সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা রয়েছে। সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন গুজবে কেউ কান দেবেন না। কেউ কোনও গুজব ছড়ালে সরাসরি পুলিশকে বিষয়টি জানান।”

Exit mobile version