রায়গঞ্জ পুলিশের মানবিক মুখ, করোনা মোকাবিলায় দান একদিনের বেতন

রায়গঞ্জ জেলা পুলিশের মানবিক মুখ। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করতে চলেছেন পুলিশ কর্মীরা।

Bengal Live রায়গঞ্জঃ ব্যবসায়ী, ব্যাঙ্ক, রাজনৈতিক নেতৃত্বের পর এবার নোভেল করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পুলিশ আধিকারিকরা। কোভিড ১৯ মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করতে চলেছেন রায়গঞ্জ পুলিশ জেলার কর্মীরা। বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বিশেষ বার্তায় এই কথা জানিয়েছেন।

এদিকে লকডাউনের কারণে কার্যত উপার্জনহীন হয়ে পড়া ভ্যান, রিক্সা চালকদের হাতে চাল ডাল আলু তুলে দিলো হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। ট্রাফিক ওসি বিপুল দত্ত বলেন, লকডাউনের জেরে উপার্জন বন্ধ হয়ে গিয়েছে খেটে খাওয়া মানুষদের৷ তাই আমাদের এই স্বল্প চেষ্টা। আগামীতে আরও কিছু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version