ভোট শুরু হতেই সকাল থেকে কর্মীদের ফোন। কী বলছেন কর্মীরা ? নিজের ভোট দিয়ে বুথ থেকে বেরিয়েই জানালেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জোট প্রার্থী ধীতশ্রী রায়। বললেন নিজের অভিজ্ঞতাও।
Bengal Live কালিয়াগঞ্জঃ ভোট শুরু হতেই কর্মীদের ফোন। ফোনের এপারে কংগ্রেস তথা জোট প্রার্থী ধীতশ্রী রায়। ওপার থেকে ভেসে এল কর্মীদের কণ্ঠ, দিদি এখনও পর্যন্ত ভোট ভাল হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ।কোথাও কোনও গোলমাল নেই। শান্তিতেই ভোট চলছে।
সোমবার সকালে ভোট দিয়ে এসে নিজের অভিজ্ঞতাও একই বলে জানালেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী ধীতশ্রী রায়।
ধীতশ্রী দেবী বলেন, সকাল থেকে এখনও কোনও অশান্তির খবর নেই। ভোট এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে। নির্বাচন প্রক্রিয়াও ঠিকঠাক চলছে। একটু পরে সবাইকে নিয়ে বের হব। সব বুথে ভোট ঠিকমতন চলছে কিনা তা খতিয়ে দেখতে৷ কোনও সমস্যা হলে নিশ্চই অভিযোগ জানাবো।