মঙ্গলবারও বাতিল রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন

মঙ্গলবারও বাতিল আপ ও ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস। বিপাকে যাত্রীরা৷

Bengal Live রায়গঞ্জঃ ক্রমাগত রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে মঙ্গলবার দিনও বাতিল করে দেওয়া হলো রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন। একটানা বেশ কয়দিন থেকে ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে চরম সমস্যার মুখে সাধারণ নাগরিকরা৷ এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়েও টালমাটাল পরিস্থিতি৷ একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধ থাকায় বাসে করে কলকাতা পৌঁছতেও বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

এদিকে ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে চরম সমস্যার মুখে রোগীরা৷ ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারছেন না অনেকে।

পেশায় শিক্ষক সুরজিৎ দত্ত জানান, হৃদরোগে আক্রান্ত তাঁর মা-কে গত ১৬ ডিসেম্বর কলকাতায় চিকিৎসক দেখানোর কথা ছিল। কিন্তু রোজদিনই ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে সঠিক সময়ে চিকিৎসা করাতে পারছেন না তিনি৷ ফলে দুশ্চিন্তা বাড়ছে রোজ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন তিনি।

NRC ও CAB -এর বিরোধীতায় বিগত কয়েকদিন থেকেই উত্তাল রাজ্য। ট্রেনে,বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জায়গায়৷ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া সহ একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছ এই নিয়ে। এরফলে দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় এখন সেই দিকেই নজর সকলের।

Exit mobile version