উত্তরকন্যা অভিযানের আগে রায়গঞ্জ, মালদায় মিছিল ও বাইক র‍্যালি যুব মোর্চার

সোমবার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। সেই অভিযানের সমর্থনেই মিছিল ও বাইক মিছিল রায়গঞ্জে ও মালদায়।

Bengal Live মালদা,রায়গঞ্জঃ যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের প্রচারে মালদায় মিছিল, রায়গঞ্জে বাইক মিছিল বিজেপির। শুক্রবার সকালে মালদার গৌড় রোড মোড়ে চা চক্র শেষ করেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন জেলা বিজেপি নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্ব। সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি উত্তরকন্যা অভিযানের সমর্থনে দেওয়াল লিখনও করেন তাঁরা৷

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বোস, মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল, রাজ্য যুব মোর্চার আহ্বায়ক গৌরাঙ্গ দাস, যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা৷ এদিন মিছিলের পাশাপাশি পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন বিজেপি নেতৃত্ব। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান সাধারণকে।

এদিকে একই ইস্যুতে এদিন বাইক মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে এদিন দলীয় কার্যালয় থেকে বাইক মিছিলটি শুরু হয়ে কসবা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত পথ পরিক্রমা করে। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, আগামী ৭ তারিখ যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে উত্তরকন্যা অভিযান রয়েছে৷ তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এই অভিযানের প্রচারে এদিন বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী।

Exit mobile version