বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ থানার কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত রূপাহার এলাকায়।
Bengal Live রায়গঞ্জঃ রাতের অন্ধকারে দলীয় পতাকা ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শনিবার সকালে রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক বিজেপির কর্মী সমর্থক৷ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম।
নির্মল বাবুর অভিযোগ, কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে রাতের অন্ধকারে শাসক দলের দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা- ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই পথ অবরোধ চলবে বলবে জানিয়েছেন তিনি।
এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ হয়ে থাকার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রূপাহার এলাকায়।