ছিনতাই করতে গিয়ে ধৃত ছিনতাইকারী, চলল গণধোলাই

ছিনতাইকারীকে পাকড়াও করে ব্যাপক গণধোলাই। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা এলাকায়৷ দুষ্কৃতীর কাছ থেকে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ চলন্ত অটোতে টিকিট ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত এক ছিনতাইকারী। ধৃতকে পাকড়াও করে ব্যাপক গণধোলাই দেয় জনতা। পুলিশ ওই ছিনতাইকারীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে খবর।

জানা গেছে, এদিন দুপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে অটোতে করে রামপুর থেকে কানকি যাচ্ছিলেন রাহুল দাস নামে এক টিকিট ব্যবসায়ী। অভিযোগ, সেই সময় এক ছিনতাইকারী রাহুল দাসের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷

এরপর অটোতে থাকা অন্যান্য যাত্রীরা ওই ছিনতাইকারীকে ধাওয়া করে পাকড়াও করে৷ শুরু হয় গণধোলাই। খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ধৃতকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে৷ পুলিশ সূত্রে খবর, ধৃত ছিনতাইকারীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতী বিহারের বাসিন্দা বলে প্রাথমিক অনুমান।

Exit mobile version