জেলায় মাদক কারবার রুখতে রায়গঞ্জ পুলিশের লাগাতার তল্লাশিতে আরও একবার মিলল সাফল্য। প্রায় ৯০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ৷
Bengal Live রায়গঞ্জঃ ছোট চারচাকা গাড়িতে করে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার পাচার করতে গিয়ে রায়গঞ্জ থানার পুলিশের জালে দুই মাদক কারবারি। শুক্রবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বারোদুয়ারি এলাকা থেকে দুই মাদক কারবারিকে হাতেনাতে পাকরাও করে পুলিশ৷ ধৃত দুইজনের কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার। ধৃত দুই মাদক কারবারিকে সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশ৷ কোথায় এই মাদক পাচার করার উদ্দেশ্য ছিল, এবং এই চক্রের সাথে আরও কারা জড়িত সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷
আরও পড়ুনঃ নিষিদ্ধ মাদক কারবার রুখতে লাগাতার অভিযান রায়গঞ্জ থানার, মিলল সাফল্য
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, গোপন সূত্রে খবর ছিল ব্রাউন সুগার নিয়ে একটি ছোট চারচাকা গাড়ি মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর জেলায় ঢুকছে৷ সেই খবরের ভিত্তিতেই বারোদুয়ারি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয় পুলিশ৷ আর তাতেই মেলে সাফল্য৷ গাড়ির সিটের নীচে লুকিয়ে রাখা প্রায় ৯০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ ও এসওজি টিম৷ উদ্ধার হওয়া মাদকের বাজারদর আনুমানিক ১৬ থেকে১৭ লক্ষ টাকা। পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত দুই কারবারি খুরশেদ আলম ও শেখ ডালিমকে বেশ কিছুদিন থেকেই পুলিশ নজরে রাখছিল৷ উদ্ধার হওয়া মাদক কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন তিনি৷