পুকুরে স্নান করতে নেমে মৃত দুই কিশোরী

পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরী। শোকের ছায়া রায়গঞ্জের গ্রামে৷

Bengal Live রায়গঞ্জঃ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের শাকদুয়ার গ্রামে। জলে ডুবে যাওয়া দুই কিশোরীর নাম শিথিলা বর্মন ও সুমি বর্মন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করে। চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীর জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শাকদুয়ার গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের শাকদুয়ার গ্রামের বাসিন্দা দুই কিশোরী সুমি ও শিথিলা গ্রামেরই একটি পুকুরের ধার থেকে বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটা হয়ে যাওয়ার পর অন্যান্য সাথীদের সাথে খেলার ছলে পুকুরে স্নান করতে নামে তারা। আচমকাই পুকুরের খাদে ডুবে যায় সুমি ও শিথিলা। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version