অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে

রাজ্য সড়কের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে। ওই ব্যক্তিকে আগে এলাকায় দেখা যায় নি বলেই জানিয়েছেন স্থানীয়রা।

Bengal Live রায়গঞ্জঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার চন্ডিতলা এলাকায়। রায়গঞ্জ বালুরঘাট ১০এ রাজ্য সড়কের পাশে জনবহুল এলাকায় বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধারে হয়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে এক ব্যক্তির নিথর দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা৷ ওই ব্যক্তির কোনো পরিচয় জানাতে পারেনি কেউ। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার অন্তর্গত কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Exit mobile version