লকডাউনের মধ্যেই ব্যাপক জমায়েত টুঙিদিঘির হাটে। বালাই নেই সামাজিক দূরত্বের। খাবারের সন্ধানেই এসেছেন দাবি হাটে আসা মানুষদের।
Bengal Live রায়গঞ্জঃ লকডাউনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ব্যাপক জমায়েত উত্তর দিনাজপুরের টুঙিদিঘীর হাটে৷ হাটে বাজার করতে আসা কিছু মানুষের মুখে মাস্ক দেখা গেলেও বেশিরভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক। ব্যাপক সংখ্যক মানুষের ভিড় হওয়ার কারণে সামাজিক দূরত্বও কার্যত মুখ থুবড়ে পড়েছে।
হাটে আসা মানুষদের দাবি, সরকারি ভাবে যেসব সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে তা এখনও তাঁরা পাননি। ফলে খাবার জোগার করতে অগত্যা হাটে হাজির হয়েছেন তাঁরা৷ আবার হাট ব্যবসায়ীদের দাবি, ঘরে টাকা নেই। সঞ্চয়ের টাকা খরচ হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে হাটে আসতে হয়েছে। এদিকে হাটে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন অনেকে।