রায়গঞ্জে মহিলাকে ধাপ্পা দিয়ে সোনার অলঙ্কার ছিনতাই করে পালাল দুই যুবক

রায়গঞ্জে মহিলাকে ধাপ্পা দিয়ে সোনার অলঙ্কার ছিনতাই করে পালাল দুই যুবক

Bengal Live রায়গঞ্জঃ মহিলা আইসিডিএস কর্মীর সরলতার সুযোগ নিয়ে সোনার গহনা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দিনের আলোতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের এল আইসি মোড় সংলগ্ন এলাকায়। এই ঘটনার পরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই আইসিডিএস কর্মী।

জানা গেছে, এদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন মিলনপাড়ার বাসিন্দা শিউলী সেনগুপ্ত। এলআইসি মোড় সংলগ্ন এলাকায় পৌঁছলে দুই যুবক ওই মহিলাকে চেকিং-এর কথা জানিয়ে সোনার অলঙ্কার ব্যাগে ঢুকিয়ে নেওয়ার কথা বলে সতর্ক করে।

শিউলি দেবী জানিয়েছেন, দুই বাইক চালকের কথা শুনে ব্যাগে সোনার ভয় পেয়ে অলঙ্কার গুলো ঢুকিয়ে নেই। এরপর ওরাই আবার চেক করার কথা বলে ব্যাগটি হাতে নেয়। অলঙ্কার গুলো ব্যাগে রাখা আছে কিনা দেখে আমায় ফেরৎ দেয়।

শিউলী দেবীর দাবী, সেখান থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর পেছনে তাকালে আর কাউকে দেখতে পায়নি। তড়িঘড়ি ব্যাগ খুলতেই দেখি কোনও অলঙ্কারই নেই। রায়গঞ্জ থানায় ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেম শিউলী দেবী। রায়গঞ্জ থানার পুলিশ ওই ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Exit mobile version