লাইনে দাঁড়ানোর থেকে মহিলাদের স্বস্তি দিতে নতুন উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের। জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা নেওয়া হবে দুয়ারে সরকারের সমস্ত আবেদন।
Bengal Live বালুরঘাটঃ প্রথম দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো এবারে ব্যাপক সাড়া পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আবেদন জমা দিতে নাওয়া-খাওয়া ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন মহিলারা। এবার এই সমস্যার সমাধান করতে নতুন উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে জমা নেওয়া হবে দুয়ারে সরকার প্রকল্পের সমস্ত আবেদন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবেদন জমা নেওয়ার কাজ।
প্রশাসনিক সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। এদিন ৪০৪২টি আবেদন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা পড়েছে। আবেদন জমা দিতে লাইনে না দাঁড়িয়ে থেকে বাড়ির পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবেদন জমা দিতে পারায় খুশি মহিলারা। এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার বলেন, জেলা জুড়ে এখন পর্যন্ত আড়াই লক্ষ আবেদন বিলি হয়েছে। তারমধ্যে ১ লক্ষ ৮৯ হাজার আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। আবেদনের ফর্ম তুলে দুয়ারে সরকারে সেদিনই জমা দিতে মহিলাদের অনেক অসুবিধা হচ্ছে। যেকারণে আমরা এখন থেকে আবেদন জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। জেলায় এদিন থেকেই এই প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছে। আগামীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মহিলাদের যাতে কোনও সমস্যার মধ্যে না পড়তে হয়, সেজন্য আরও চিন্তাভাবনা শুরু হয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা নেত্রী সুদীপ্তা সরকার বলেন, জেলা জুড়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের এই দায়িত্ব দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ।