এশিয়ান হাইওয়েতে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ। প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ।
Bengal Live আলিপুরদুয়ারঃ দুর্ঘটনায় প্রাণ গেল পূর্ণবয়স্ক চিতাবাঘের৷ দুর্ঘটনার পর চিতার মৃতদেহ লোপাটের চেষ্টার অভিযোগ। পুলিশের তৎপরতায় ঘাতক গাড়িটি উদ্ধার হলেও পলাতক গাড়ির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ ও জলদাপাড়া বন বিভাগ।
জানা গেছে, মাদারিহাট থানা এলাকার এশিয়ান হাইওয়ের উপর দ্রুত গতিতে থাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পূর্ণ বয়স্ক একটি চিতাবাঘের৷ অভিযোগ, দুর্ঘটনার পর মৃত চিতাবাঘের দেহ লোপাটের চেষ্টা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক গাড়িতে চিতাবাঘের মৃতদেহ তুলে চম্পট দেওয়ার চেষ্টা করা হয়।
এদিকে ঘাতক গাড়িটিকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে টোল প্লাজায় আটক করে পুলিশ৷ গাড়ি থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়৷ তবে বিপদ আঁচ করেই গাড়ি ছেড়ে পালায় চালক সহ অন্যান্যরা। নম্বর প্লেট ছাড়া গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে বন দপ্তরও।