বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার দুই মহিলা

বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার দুই মহিলা

Bengal Live শিলিগুড়িঃ বিপুল পরিমাণ টাকা সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। শনিবার রাতে এনজেপি আরপিএফ তল্লাশি চালিয়ে ওই দুই মহিলার থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে জানা গেছে। কী উদ্দ্যেশ নিয়ে এত পরিমাণ টাকা সহ ওই দুই মহিলা কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

জানা গেছে, পাকুড় থেকে নিউ কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে গুয়াহাটি গামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় রেল পুলিশ। সেই সময়ই ওই দুই মহিলার থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। রবিবার ধৃত দুইজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে।

Exit mobile version