তিওড়ে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নতুন মোড়। গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার কর্মীসহ আর দু’জন।
Bengal Live বালুরঘাটঃ স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ বালুরঘাটে একটি সাংবাদিক সম্মেলন করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, তিওরে প্রদীপ কর্মকার নামে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় হিলি জগদীশপুর এলাকা থেকে দু’জন এবং তিওর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বাড়ি কলকাতায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার মূল চক্রি সুব্রত মালি। মনে করা হচ্ছে, মূলত ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়েই এই খুনের ঘটনা।
স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ বালুরঘাটে
সুব্রত মালি বিজেপির যুব মোর্চার সদস্য ছিলেন বলে জানা গেছে। যদিও বিজেপির দাবি, গ্রেপ্তার হওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ভোট পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন অভিযোগ করেন। তিনি আরও বলেন যে অভিযুক্ত বিজেপি কর্মী সুব্রত মালি কে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।