লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।

 

Bengal Live মালদাঃ গোপন সূত্রে খবর পেয়ে ৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আসাদুল শেখ (৩২), তাজেল মিঁয়া (২৫) ও আনোয়ার আলি (১৯)। তাদের বাড়ি ইংরেজবাজার এবং কালিয়াচক থানা এলাকায়।
উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে ইংরেজবাজার থানার মহদিপুরের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ ওই পাচারকরীদের গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। কোথায় এবং কাদের ওই ব্রাউন সুগার পাচার করা হতো তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Exit mobile version