টিকিট না পেয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত কোচবিহারের বিধায়কের। রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করলেন বলে জানালেন হিতেন বর্মন।
Bengal Live কোচবিহারঃ বিধানসভা নির্বাচনে তৃণমুল কংগ্রেস দলের প্রার্থী হওয়ার সুযোগ না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন কোচবিহারের শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন। একসময় ফরওয়ার্ড ব্লকের এই নেতা কমল গুহর হাত ধরে রাজনীতি শুরু করেছিলেন। তবে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে এসে দলের টিকিটে জয়ী হয়ে পর পর দুইবার বিধায়ক হন। বনমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন হিতেন বাবু৷
সম্প্রতি দলের সভা করতে গিয়ে নিজের কেন্দ্রে শীতলখুচি এলাকায় বিজেপির হাতে তিনি আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। হিতেন বাবুর গাড়ি ভাংচুর হয় বলেও অভিযোগ উঠেছিল। এই ঘটনার দুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করলে দেখা যায়, নাম বাদ পড়েছে হিতেন বর্মনের৷ শীতলখুচি কেন্দ্রে দল প্রার্থী করেছে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে৷ এরপরেই ক্ষুদ্ধ হিতেন বাবু সিদ্ধান্ত নেন, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন।
তিনি স্পষ্ট জানিয়েছেন, দলের কোনো কাজে তাঁকে দেখা যাবে না। দল যখন আমাকে অবসর দিয়েছে তখন অবসর জীবন যাপনই করবো বলে জানিয়েছেন হিতেন বর্মন।