বর্ধিত বেতন প্রদানের দাবিতে আন্দোলনে জাতীয় সড়কের টোল প্লাজার কর্মীরা

একাধিক দাবিতে আন্দোলনে নামল টোলপ্লাজা শ্রমিক ইউনিয়ন। নেতৃত্বে শাসক দলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি।

 

Bengal Live মালদাঃ বকেয়া বর্ধিত বেতন ও বোনাসের দাবিতে মালদা, ফারাক্কা, রায়গঞ্জ হাইওয়ে টোলপ্লাজা শ্রমিক ইউনিয়নের অবস্থান-বিক্ষোভ। বুধবার সকাল ৭ টা থেকে গাজোল আধিকারিকের অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। নেতৃত্ব দেন গাজোল ব্লক আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ ঘোষ।

অরবিন্দ ঘোষ বলেন, আমাদের দাবি বেতন কাঠামো ঠিক করতে হবে। শ্রমিকরা দুই হাজার থেকে তিন হাজার টাকা বেতন কম পাচ্ছেন। বর্ধিত বেতন পাচ্ছেন না। ২০২০ সালের বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধ করতে হবে। প্রতি মাসের বেতন ৭ তারিখের মধ্যে দিতে হবে। মার্কো লাইন ও টি সি এলদের খাওয়া থাকা বাবদ কত টাকা কাটা হচ্ছে তা পে স্লিপে দেখাতে হবে।

Exit mobile version