ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দু’টি হাতির

বুধবার সকালে কার্শিয়ং ডিভিশনের দুধগেট এলাকায় ট্রেনের ধাক্কায় দুই হাতির মৃত্যুর ঘটনা ঘটে। শোকের ছায়া নেমে এসেছে সব মহলে।

Bengal Live শিলিগুড়িঃ ট্রেনের ধাক্কায় দুই হাতির মৃত্যু উত্তরবঙ্গে। বুধবার সকালে ঘটনাটি ঘটে কার্শিয়ং ফরেস্ট ডিভিশনের বাতাসির দুধগেট এলাকায়৷ জানা গেছে, ভোড় পাঁচটা নাগাদ একই সাথে দুই হাতির মৃত্যু হয়েছে।

জানা গেছে, প্রতিবার নভেম্বর মাসের মধ্যেই কার্শিয়ং ফরেস্ট ডিভিশনের অন্তর্গত জঙ্গল গুলি থেকে চলে যেতে শুরু করে হাতির পাল। তবে এই বছর ১০০ এর বেশি হাতি ওই জঙ্গল গুলিতেই থেকে গিয়েছিল। দলগত ভাবে না থেকে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাতির পাল।

এদিকে জঙ্গল লাগোয়া এলাকার উপর দিয়ে ট্রেন যাতায়াত করার সময় বাড়তি গতি থাকার কারণেই বারংবার দুর্ঘটনায় হাতির মৃত্যু হচ্ছে বলে মনে করছে পশু প্রেমী সংগঠন স্ন্যাপ (সোসাইটি ফর নেচার এন্ড অ্যানিম্যাল প্রোটেকশন)- এর সদস্যরা৷

Exit mobile version