কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, রায়ডাকে উদ্ধার মৃতদেহ

নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। তদন্তে পুলিশ৷

 

Bengal Live কোচবিহারঃ ২৪ ঘন্টারও বেশি সময় নিখোঁজ থাকার পর কলেজ পড়ুয়ার মৃতদেহ ভেসে উঠল রায়ডাক নদীতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গেছে, তুফানগঞ্জ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল মৃত্যুঞ্জয় মিশ্র৷ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিল সে৷ শনিবার ভোর থেকে নিখোঁজ ছিল মৃত্যুঞ্জয়। সারাদিন ছেলের কোনও খবর না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পড়ুয়ার পরিবার। এরপর রবিবার সকালে রায়ডাক নদীতে কলেজ পড়ুয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়র।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের পকেট থেকে দুটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মোবাইলে অনলাইন গেম খেলায় আসক্ত ছিল মৃত্যুঞ্জয় বলে তার পরিবার জানিয়েছে। তবে কী কারণে মৃত্যু সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ তুফানগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।

Exit mobile version