বাগডোগরা বিমান বন্দরে নামলেন যোগী আদিত্যনাথ, হেলিকপ্টারে পৌঁছবেন গাজোল

লখনৌ থেকে বিমানে বাগডোগরায় পৌঁছলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গাজোলে সভায় যোগ দেবেন তিনি।

 

Bengal Live মালদাঃ দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গে পৌঁছলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ লখনৌ থেকে বিমানে বাগডোগরা পৌঁছান তিনি। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান দলীয় নেতৃত্ব। সেখানেই কিছুক্ষণ দলীয় নেতৃত্বের সাথে কথা বলে হেলিকপ্টারে মালদা জেলার গাজোলে পৌঁছবেন তিনি।

মালদা বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন বিজেপির এই তারকা প্রচারক। একইসঙ্গে এদিন মালদার গাজোলে বিজেপির উত্তরবঙ্গ পরিবর্তন যাত্রার সমাপ্তি হবে যোগী আদিত্যনাথের হাত ধরে। এদিনের সভায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য নেতৃত্ব।

Exit mobile version