
NBlive ইটাহারঃ ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফের পথ দুর্ঘটনা। পুলিশের গাড়ির ধাক্কায় মৃত দুই । ঘটনায় আহত আরও চার। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মৃতদেহ দুটি উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গেছে, বিয়ে বাড়ি থেকে ভুটভুটি গাড়ি করে ফিরছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পাটনগ্রামের কয়েকজন বাজনাদার। মারনাই মোড় এলাকায় পৌঁছলে গাড়িটি খারাপ হয়ে যাওয়ার কারণে জাতীয় সড়কের ধারেই গাড়ি মেরামতির কাজ শুরু করেন তাঁরা। অভিযোগ, সেই সময় মালদার দিক থেকে আসা একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও চারজন। মৃত দুই ব্যক্তির নাম সুফল মুর্মু ও সোমনাথ সিংহ। এরপর ইটাহার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।মৃতের আত্মীয় নিমাই মুর্মুর অভিযোগ, পুলিশের গাড়ির ধাক্কাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন চারজন। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।