রায়গঞ্জ
Trending

চব্বিশের ভোটে কুড়ির লড়াই রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ ২০২৪ এর নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মুখোমুখি ২০ জন প্রার্থী। কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাশাপাশি ১০ জন নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ২১ জন। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের লড়াইয়ে মুখোমুখি ২০ জন প্রার্থী।

এক নজরে দেখে নিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ২০ জন প্রার্থীর তালিকা।

 

আলি ইমরান রমজ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। তিনি চাকুলিয়ার বাসিন্দা।

কার্তিক পাল, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। কালিয়াগঞ্জের বাসিন্দা তিনি।

কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রায়গঞ্জের বাসিন্দা তিনি।

আল মনোয়ারা বেগম, ইন্ডিয়া মানুষ পার্টির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা।

কালিদাস মুর্মু, নির্দল প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লড়াই করছেন। তিনি মালদা জেলার গাজোলের বাসিন্দা।

আলি ইমরান, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। তিনি হেমতাবাদের বাসিন্দা।

স্বপন কুমার দাস, বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন। রায়গঞ্জের কর্ণজোড়া বাসিন্দা তিনি।

তপন বর্মন, জয় প্রকাশ জনতা দলের প্রার্থী তপন বর্মন রায়গঞ্জের কর্ণজোড়ার বাসিন্দা।

দুর্গা মুর্মু,আম্বেদকারিতা পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী। তিনি ইটাহারের মারনাই এলাকার বাসিন্দা।

রমেশ চন্দ্র সিনহা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ইউনাইটেড পার্টির প্রার্থী। করণদিঘির বাসিন্দা তিনি।

শাহিদূর রহমান, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নর্থ বেঙ্গল পিপলস পার্টির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন। রায়গঞ্জের বাসিন্দা তিনি।

সনাতন দত্ত, সোশালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) পার্টির প্রার্থী। রায়গঞ্জের বাসিন্দা তিনি।

আনারুল হক, হেমতাবাদ সমাসপুরের বাসিন্দা আনারুল হক নির্দল প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লড়াই করছেন।

মহম্মদ ইব্রাহিম হক, করণদিঘির বাসিন্দা ইব্রাহিম হক করণদিঘির বাসিন্দা। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন তিনি।

দ্বারিক নাথ বর্মন, কর্ণজোড়া, ছটপড়ুয়া এলাকার বাসিন্দা দ্বারিক নাথ বর্মন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন।

মহম্মদ নাজির আখতার, গোয়ালপোখরের বাসিন্দা৷ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন তিনি।

পলাশ চন্দ্র মাহাতো, কালিয়াগঞ্জের বাসিন্দা পলাশ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন।

ফকিরা এমডি, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। রায়গঞ্জের পানিশালা হাট এলাকার বাসিন্দা তিনি।

রূপক রায়, কালিয়াগঞ্জের বাসিন্দা রূপক রায় নির্দল প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লড়াই করছেন।

শরণ্য দত্ত, হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকার বাসিন্দা তিনি৷ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন।

Back to top button