
NBlive রায়গঞ্জঃ অসমে পাঁচ বাঙালী নিধনের প্রতিবাদে ধিক্কার ও কালাদিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড়ে গাঁধী মূর্তির পাদদেশে কালাদিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, জেলা কংগ্রেস নেতা গোপী সিন্ধি, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকৎ আলি সহ অন্যান্য জেলা কংগ্রেস নেতৃত্ব। গত বৃহস্পতিবার অসমে বাঙালী বিদ্বেষী উলফা জঙ্গীরা পাঁচ বাঙালীকে গনহত্যা করে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ রাজ্যে এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করে। আজ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার ও কালাদিবস পালন করে অসমের ঘটনার তীব্র নিন্দা করা হয়।