Archiveইসলামপুররায়গঞ্জ

জেলা বইমেলা এবার ডালখোলায়

 

 

NBlive রায়গঞ্জঃ ১৫ বছর পর উত্তর দিনাজপুর জেলা বইমেলা হতে চলেছে ডালখোলায়। ২০০৩ সালের পর এবছর ফের ডালখোলায় অনুষ্ঠিত হতে চলেছে জেলা বইমেলা। জানা গেছে, চলতি মাসের ২৯ তারিখ থেকে ডালখোলা হাইস্কুল মাঠে শুরু হতে চলেছে বইমেলা। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। দশ বছরেরও বেশি সময় বাদে ডালখোলায় জেলা বইমেলা আয়োজন হওয়ার ফলে খুশি এলাকার বাসিন্দা ও বই প্রেমীরা। বইমেলা চলাকালীন রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, জেলার ঐতিহাসিক নিদর্শন গুললির প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

Back to top button