ইসলামপুর

মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত দুই, আহত এক ইসলামপুরে

সংস্কারের কাজ চলাকালীন আচমকা একটি দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ইসলামপুরে। আহত এক শ্রমিকের চিকিৎসা চলছে ইসলামপুর হাসপাতালে।

Bengal Live ইসলামপুরঃ সংস্কারের কাজ চলাকালীন মন্দিরের দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ইসলামপুর সিদ্ধেশ্বরী কালীমন্দির এলাকায়। সোমবার সকালে মন্দিরের সংস্কার কাজ চলাকালীন আচমকাই ঘটনাটি ঘটে। কংক্রিটের দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের৷ গুরুতর আহত এক শ্রমিককে ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে৷

জানা গেছে, দিনকয়েক ধরে ওই মন্দিরে সংস্কার কাজ চলছিল। এদিন সকালে রান্নাঘর ও মন্দিরের একাংশে কাজ চলাকালীন আচমকাই দেওয়ালটি ভেঙে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শুকলাল হালদার ও নীরেন বর্মন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর আপাতত ওই মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Back to top button