রায়গঞ্জ
বাতিল রাধিকাপুর-কলকাতা স্পেশাল ট্রেন

করোনার জেরে ফের একবার বন্ধ হচ্ছে রাধিকাপুর-কলকাতা ট্রেন পরিষেবা। আগামী শনিবার থেকে বন্ধ হচ্ছে মোট ১৪টি স্পেশাল ট্রেন
Bengal Live ডেস্কঃ শনিবার থেকে বন্ধ হচ্ছে রাধিকাপুর-কলকাতা স্পেশাল ট্রেন পরিষেবা। মূলত যাত্রী কম থাকার কারণেই ট্রেন পরিষেবা বাতিল করার ঘোষণা রেলের। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে মোট ১৪ টি ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে।
রেল সূত্রে জানা গেছে, আগামী ২২ তারিখ থেকে হাওড়া-মালদা টাউন স্পেশাল, হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল , কলকাতা-লালগোলা স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে বালুরঘাট কলকাতা স্পেশাল আপ-ডাউন, রাধিকাপুর – কলকাতা স্পেশাল আপডাউন, শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার স্পেশাল আপ-ডাউন ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে।