পোর্টজিন

“রথের মেলা” লিখেছেন প্রতিমা বিশ্বাস সাহা

রথযাত্রার শুভলগ্নে আসবে ঠাকুর জগন্নাথ
সাথে সুভদ্রা ও বলরাম সবারই যে অর্ধ হাত।

ভক্তের দল নামবে পথে করবে ঠাকুর দর্শন
কেউ টানবে রথের দড়ি কেউ বা করবে কীর্তন।

মেলা হবে মিলবে সবাই ভোগ চড়াবে চিনি কলা
ভক্তি মনে চাইবে শান্তি তারপরে সব ঘুরবে মেলা।

রথ উৎসব শুধু নয়কো দেশে বিদেশেও হয় সমান পালন
জগতের নাথ জগন্নাথ ভক্তদের হয় ভজন পূজন।

গরম গরম জিলিপি ও পাঁপড় ভাজা খেতে দারুন মজা
কেউ খাবে গুড় ছোলা ও কেউ বা খাবে বিখ্যাত গজা।

নানান রকম মাটির পুতুল আর বাজবে বাঁশের বাঁশি
দেখতে পাবে বাঁদর নাচ ভাল্লুকের হয়েছে জ্বর কাশি।

নাগরদোলা ও চড়কিতে কেউ চড়বে বেশ সাহস নিয়ে
এমন আনন্দ কোথায় পাবে সবাই যে আজ আছো গুটিয়ে।

Related News

Back to top button