Archiveইসলামপুর

ইসলামপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি নেতা

 

 

NBlive রায়গঞ্জঃ ইসলামপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি নেতা সুরজিত সেন। হোলির দিনে আক্রান্ত হয়েছেন তিনি। ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। থানায় দায়ের করেছেন অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

সুরজিত বাবু জানিয়েছেন, শুক্রবার দুপুরে ইসলামপুর থানার মিলনপল্লীর এক যুবককে মারধোর করছিল বেশ কয়েকজন যুবক। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান সুরজিত বাবুর ভাই। সুরজিত বাবুর অভিযোগ, গণ্ডগোল মিটিয়ে দেওয়ার অভিযোগ তুলে এরপর কিছু দুষ্কৃতী বাড়িতে এসে তাঁর ভাইকে মারধর শুরু করে। সামাল দিতে তিনি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়।

জানা গেছে, আহত অবস্থায় সুরজিত বাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরজিৎবাবু। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয় নি।

 

 

Related News

Leave a Reply

Back to top button