Archiveইসলামপুর

কংগ্রেস তৃণমূলের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত এক চোপড়ায়

 

NBlive চোপড়াঃ কংগ্রেস তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের চাকলাগছ।  দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই বলে জানা গেছে। একজনকে স্থানীয় দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে অপর গুলিবিদ্ধ দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকার পর তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ইসলামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম সামিরুদ্দিন। কংগ্রেস কর্মী বলেই পরিচিত এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

 

 

 

 

Back to top button