NBlive রায়গঞ্জঃ আসামের এক সিমেন্টের ব্যবসায়ীর ১১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে মালদা থেকে ধৃত এক যুবক। ধৃত ওই যুবকের নাম বিষ্ণু। ১১ লক্ষ টাকার মধ্যে পুলিশ ধৃতের থেকে ইতিমধ্যেই ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে। ধৃতকে রাতেই আসাম পুলিশের হাতে তুলে দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গেছে, আসামে এক সিমেন্টের ব্যবসায়ীর কাছে কাজ করত বিষ্ণু। এরপর সেখান থেকে ১১ লক্ষ টাকা নিয়ে সোজা রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতে এসে গা ঢাকা দেয় সে। এদিকে আসাম পুলিশের তদন্তে অভিযুক্তের রায়গঞ্জে লুকিয়ে থাকার খবর উঠে এলে রায়গঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে আসাম পুলিশ।
তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে জানা যায় অভিযুক্ত মালদার এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। এরপর রাতেই মালদা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আনা হয়। ধৃতকে নিয়ে রাতেই আসামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তের থেকে ৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।