Nblive রায়গঞ্জঃ বাড়ির সামনে থেকেই উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার লহন্ডা গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম বাসুদেব মন্ডল। মৃত ব্যক্তির পরিজনদের অভিযোগ, তাঁকে খুন করে পালিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গেছে, রোজকার মতনই রবিবার বাড়ি থেকে কাজে বেরিয়েছিল বাসুদেব মন্ডল। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেন নি। সোমবার সকালে বাসুদেব বাবুর খোঁজে পরিজনেরা বাড়ি থেকে বেরোলে বাড়ির সামনেই তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরিজনদের অভিযোগ, দুষ্কৃতীরা বাসুদেব বাবুকে খুন করে বাড়ির সামনে ফেলে গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।