Archiveরায়গঞ্জ

অসংরক্ষিত আসনের রেলের টিকিট কাটুন অনলাইনে, সুবিধা রায়গঞ্জেও

 

 

 

NBlive রায়গঞ্জঃ অসংরক্ষিত আসনের রেলের টিকিট কাটার ঝক্কিঝামেলা কমাতে উত্তর-পূর্ব রেলের অনলাইন টিকিট কাটার উদ্যোগ কার্যকর রায়গঞ্জেও। উত্তর পূর্ব সীমান্ত রেল সূতে জানা গেছে, ইউটিএস (ইউনিভারসাল টিকিটিং সিস্টেম) অ্যাপ চালু করেছে এনএফ রেল। এই অ্যাপ অ্যানড্রোয়েড, উইন্ডোজ ও আইফোনে ডাউনলোড করে নিলে উত্তর পূর্ব সীমান্ত রেলের যে কোনও স্টেশন থেকে তা কার্যকর হবে। এবং লাইনে না দাড়িয়েই অসংরক্ষিত আসনের টিকিট কেটে ফেলতে পারবেন যাত্রীরা।

 

 

 

রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন এই সুবিধা রায়গঞ্জ রেল স্টেশনেও পাওয়া যাচ্ছে। ফলে রাধিকাপুর কাটিহার, রাধিকাপুর কলকাতা ও রাধিকাপুর শিলিগুড়ি ট্রেনের যাত্রীরাও এখন থেকে স্টেশনে লাইনে না দাঁড়িয়ে অনলাইনে অসংরক্ষিত আসনের টিকিট আগে থেকে কেটে রাখার সুবিধা পাবেন। রেলের দাবী, টিকিট কাটার লাইনে ভিড় থাকার অজুহাত দিয়ে অনেক যাত্রীই বিনা টিকিটে যাত্রা করে থাকে। পরিষেবা চালু হওয়ার ফলে এই অজুহাত আর দিতে পারবেন না কেউ। পাশাপাশি যাত্রীদেরও ঝঞ্ঝাট দূর হবে।

Back to top button