
NBlive রায়গঞ্জঃ রামনবমী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলায় অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগে গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের রায়গঞ্জ টাউন সভাপতি সজল মিত্র।
বে আইনি অস্ত্র রাখা, বে আইনি অস্ত্র নিয়ে মিছিল করা ও সরকারি আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে ওই নেতার বিরুদ্ধে। ধৃত সজল মিত্রকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
রবিবার রায়গঞ্জে রামনবমীর শোভাযাত্রায় কয়েকজনকে বে আইনি অস্ত্র নিয়ে দেখা যায়। এছাড়াও কানকিতেও রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র সহযোগে রাস্তায় নামতে দেখা গিয়েছে উৎসব কমিটির সদস্যদের। এরপরেই উত্তর দিনাজপুর জেলার তিনটি থানা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। এরপরেই বুধবার বিশ্ব বিন্দু পরিষদের রায়গঞ্জ টাউন সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।