
NBlive ইসলামপুরঃ হাত পা মুখ বাঁধা অবস্থায় এক মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। শুক্রবার সকালে তিস্তা ক্যানেলের ধারে রাজ্য সড়কে হাত পা মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশকে। ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি তাদের এলাকার কেউ নন। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।