
NBlive রায়গঞ্জঃ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল এখনও পুরোপুরি সামনে আসেনি। তবে ভোট গণনা যতই এগিয়ে চলেছে প্রতিটি ক্ষেত্রেই বিজেপিকে জোড় টক্কর দিচ্ছে কংগ্রেস। আজ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান, মিজোরাম ও তেলেঙ্গানায় ভোট গণনা চলছে। ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপি-র থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে কংগ্রেস। তবে মধ্যপ্রদেশে দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এরই মাঝে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে উৎসবে সামিল হলো জেলা কংগ্রেস নেতা কর্মীরা। আতসবাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠলেন তাঁরা। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবী, বিজেপির শেষের শুরু আজকের ভোট গণনার ফলাফল থেকে পরিষ্কার। মানুষ কংগ্রেসের উপরেই ভরসা দেখিয়েছে। সেই কারণেই এদিন আতসবাজি ফাটিয়ে উৎসবে মেতে উঠেছে কংগ্রেস নেতা কর্মীরা।