Archiveবিনোদনরায়গঞ্জ

একক নাটক নিয়ে বুধবার সন্ধ্যায় রায়গঞ্জে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী

 

 

NBlive রায়গঞ্জঃ নাটক পরিবেশন করতে রায়গঞ্জে আসছেন গার্গী রায়চৌধুরী। টলিউড অভিনেত্রী তথা নাট্যশিল্পী তাঁর একক নাটক নিয়ে বুধবার আসছেন রায়গঞ্জে। বিধানমঞ্চে এদিন সন্ধ্যা সাতটায় একক নাটক ‘রঙ্গিনী’ দর্শকদের সামনে পরিবেশিত করবেন অভিনেত্রী। এদিন সকালে তিনি দক্ষিণ দিনাজপুরে নাটক পরিবেশন করে রায়গঞ্জে এসে পৌঁছেছেন। নাটকে একক অভিনেতা হিসেবে থাকছেন গার্গী রায়চৌধুরী। নাটকের প্রধান উপদেষ্টা ব্রাত্য বসু। ‘রঙ্গিনী’এর নির্দেশনা করেছেন নির্দেশক উজ্জ্বল চট্টোপাধ্যায়। নাটকের আবহ সঙ্গীতে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। শহরবাসীকে ইংরেজি নতুন বর্ষের আগাম শুভেচ্ছা জানিয়েছেন গার্গী দেবী।

 

 

Back to top button