Archiveরায়গঞ্জ

করোনেশন স্কুল প্রাঙ্গনে বসবে বাজিবাজার, কবে থেকে? জেনে নিন।

 

 

Nblive রায়গঞ্জঃ কালী পূজার প্রাক্কালে রায়গঞ্জে চালু হচ্ছে বাজি বাজার। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে করোনেশন স্কুল মাঠ প্রাঙ্গনে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই বাজি বাজার। প্রায় ৪৫টি স্টল নিয়ে শুরু হবে এই বাজি বাজার। থাকবে পুলিশি নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি। রোজ বেলা ১২’টা থেকে রাত ৯’টা পর্যন্ত খোলা থাকবে এই বাজার।
রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, আলোর এই উৎসবকে কেন্দ্র করে বিগত বছরের মতন এই বছরও বাজিবাজারের আয়োজন করছে পুরসভা।  সাধারণ মানুষের সুবিধা, সুরক্ষা ও নিষিদ্ধ শব্দবাজির বিক্রি রুখতে এই বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

 

 

Back to top button