Archiveরায়গঞ্জ

কলকাতায় অনশন মঞ্চ থেকে অসুস্থ রায়গঞ্জের অর্পিতা

 

Nblive রায়গঞ্জঃ স্কুল শিক্ষকের পদে নিয়োগের দাবীতে ২১ দিন থেকে কলকাতার মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন প্রায় ৪০০ জন চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যেই অন্যতম অর্পিতা দাস নামে এক অনশনকারী বুধবার আচমকা অনশন মঞ্চে জ্ঞান হারান। অর্পিতার বাড়ি রায়গঞ্জে বলে জানা গেছে। অর্পিতা ছাড়াও মামনি বসাক, শম্পা শূর নামে আরও দুই অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের প্রত্যেকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, ৫০ জনেরও বেশি অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। না খাওয়ার ফলে তাঁদের শরীরে গ্লুকোজ কমে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

 

Back to top button