
NBlive রায়গঞ্জঃ দাঙ্গা হোক বা শিশু চুরি কিংবা ছেলেধরা বা অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন কোনও ব্যাক্তিকে এলাকায় দেখলে পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি কোনওরকম গুজবে কান না দিয়ে এবং আইন নিজের হাতে না তুলে নেওয়ার পরামর্শ দিয়ে প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাফ থানার পুলিশ। ব্যানার, ফেস্টুন, লিফলেট বিলি করে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার শুরু করেছে পুলিশ। হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্রের নেতৃত্বে ইতিমধ্যেই শহরের জনবহুল এলাকাগুলিতে সিভিক ভলান্টিয়াররা এই সচেতনতা মূলক লিফলেট সাধারণের মধ্যে বিলি করা শুরু করেছে। লাগানো হয়েছে ব্যানারও। পুলিশের এই কর্মসূচীকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। পুলিশের এই প্রচারে যে কোনও রকম দুর্ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বাসিন্দারা।