
NBlive গোয়ালপোখরঃ কালিপূজার আগেই জুয়ার আসরে হানা পুলিশের। ঘটনা বাংলা বিহার সীমান্ত লাগোয়া গোয়ালপোখর থানার ঘরধাপ্পা এলাকায়। ৩১ নম্বর জাতীয় সড়কের ধারের একটি হোটেলে হানা দিয়ে জুয়ার আসর থেকে গ্রেফতার ২১ বিহারের বাসিন্দা। হোটেলে জুয়ার আসর বসানোর অভিযোগ ধৃত হোটেলের মালিক ও তার ছেলেও। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৪ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে জুয়ার আসর থেকে। ধৃতদের এদিন ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।