Archiveরায়গঞ্জ

গ্রাম বাংলার পটচিত্র তুলে ধরছে হেমতাবাদ কালীবাড়ি সর্বজনীন

NBlive হেমতাবাদঃ গ্রাম বাংলার পটচিত্র তুলে ধরছে হেমতাবাদ কালীবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ৭২ তম বর্ষে কুলা, চালুনি, পাট কাঠি, বাঁশ, বেত, কাঠ সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে মন্ডপ। ৫৬ ফুট চওড়া ৪০ফুট লম্বা এই মন্ডপ তৈরি করছে রায়গঞ্জের শিল্পী এন্টোনি ধর। পুজো মন্ডপের ভেতরে দেখা যাবে নবদুর্গার রুপ। মন্ডপের সাথে প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া।  নজরকাড়া মন্ডপ ও প্রতিমার সাথে থাকছে আধুনিক আলোকসজ্জা এবং পুজোর প্রতিদিন থাকছে সাংস্কৃতিক ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।

Related News

Back to top button