
NBlive রায়গঞ্জঃ ৪৭ তম বর্ষে ৭০ ফুট উঁচু ও ১০০ ফুট চওড়া মন্ডপ তৈরি করে তাক লাগাতে চলেছে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ। কালীপূজায় এবার গ্রিন সিটি থিক করে চলছে পূজা মন্ডপের কাজ। থাকছে কৃত্রিম ঘাস দিয়ে তৈরি বিভিন্ন জীবজন্তুর মডেল, মন্ডপে থাকছে ঝর্ণা, জলাশয়। সেখানে দেখা যাবে রঙিন মাছ। মন্ডপের ভিতরে থাকছে জরি ও কাঁচের কারুকার্য। সিলিংয়ে থাকছে ঝাড়বাতি। শ্লেট রঙের কালীর রুদ্রমূর্তির দর্শন করতে পারবে সাধারণেরা। আলোকসজ্জাতেও থাকছে পরিবেশ সচেতনতা মূলক বার্তা। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।