Archiveরায়গঞ্জ

চাঁদার জুলুমের অভিযোগ, প্রতিবাদে পথে নামল ব্যবসায়ীরা, স্মারকলিপি জমা রায়গঞ্জ থানাতে

 

NBlive রায়গঞ্জঃ চাঁদার জুলুমের প্রতিবাদে রায়গঞ্জের পথে নামল ব্যবসায়ীরা। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বৃহস্পতিবার মোহনবাটি বাজার ব্যবসায়ী সংগঠনের সদস্যরা প্রতিবাদ মিছিল করল রায়গঞ্জে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদার জুলুমে অতিষ্ঠ তাঁরা। সাধারণ ছোট ব্যবসায়ীরাও রেহাই পাচ্ছে না এর থেকে। তারই প্রতিবাদে এদিনের আন্দোলন। প্রতিবাদ মিছিলের পাশাপাশি এদিন ব্যবসায়ীরা রায়গঞ্জ থানার আইসির কাছে এই বিষয়ে স্মারকলিপিও জমা দেন।

 

 

 

মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, ক্রমশ বাড়ছে চাঁদার জুলুম। যা নাকি প্রচন্ড উদ্বেগের। মোহনবাটি বাজার ব্যবসায়ীদের উপর চাঁদার জুলুম চলছে। তারই প্রতিবাদে এদিন শহরে প্রতিবাদ মিছিল ও রায়গঞ্জ থানার আইসির কাছে স্মারকলিপি জমা দিয়েছি আমরা। ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী জানানো হয়েছে। নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ব্যবসায়ীরা।

 

 

 

এদিকে মোহনবাটি বাজার কমিটির সভাপতি জয়ন্ত সোম বলেন, দুর্গা পূজার পর একই ভাবে কালিপূজাতেও ব্যবসায়ীদের উপর চাঁদার জুলুম চলছেই। ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। তাই সকলে একত্রিত হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। জুলুম অবিলম্বে বন্ধ না হলে মোহনবাটি বাজার বনধ করারও হুঁশিয়ারি দেন তিনি। এদিন রায়গঞ্জ থানার আইসির কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবী জানানো হয়েছে।

 

Back to top button