Archiveরায়গঞ্জ

জমি নিয়ে শরিকি বিবাদ, জখম ১০ চোপড়ায়

NBlive রায়গঞ্জঃ জমি নিয়ে শরিকি বিবাদের জেরে দুই পক্ষের আহত ১০। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনীগাঁও গ্রামপঞ্চায়েতের মিঠাপুর গ্রামে।

আহতদের দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে উত্তরবঙ্গ মেডিকাল কলেজ হাসপাতালে ও দুইজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানাগেছে, ৪৩ শতক খাস জমির দখল নিয়ে বেশ কিছুদিন থেকেই সম্পর্কে কাকা ও ভাস্তার মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, এদিন সকালে ভাস্তা সহিদুলের উপরে দলবল মিলে হামলা চালায় কাকা ইলিয়াস।

দুই পক্ষই ধারালো অস্ত্র নিয়ে জড়িয়ে পরে সংঘর্ষে। রেওয়াত করা হয়নি মহিলাদেরও। ঘটনায় দুই মহিলা সহ আহত ১০ জন। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ইলিয়াসের এক আত্মীয়কে আটক করেছে পুলিশ। উত্তেজনা রয়েছে এলাকায়।

Back to top button