Archiveরায়গঞ্জ

জয় শ্রী রাম ধ্বনিতে কাঁপল রায়গঞ্জ, উন্মাদনা চরমে

NBlive রায়গঞ্জঃ রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে চরম উন্মাদনা রায়গঞ্জে। শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকহাজার মানুষের জমায়েত হয় রবিবার। এদিন সকাল থেকে শিলিগুড়ি মোড় এলাকায় দলে দলে ভিড় করতে শুরু করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ।

এরপর বেলা ১১টা নাগাদ শুরু হয় রামনবমীর শোভাযাত্রা। মিছিলের শুরুতে দেখা গিয়েছে কয়েকহাজার মোটর বাইক। এরপর বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে কয়েকহাজার মানুষ পায়ে হেঁটে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। এদিকে এদিনের এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই শোভা যাত্রায় অংশ নিয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। পুরুষদের পাশাপাশি এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন। মিছিলে ধারালো অস্ত্র নিয়ে কোনও সমর্থককে দেখা না গেলেও বেশ কিছু সমর্থকের হাতে তীর ধনুক ছিল।

Back to top button