
NBlive রায়গঞ্জঃ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রায়গঞ্জে। তৃণমূলের ছাত্র সংগঠনের জেলা সভাপতি বদল হতেই রায়গঞ্জের বিবিডি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল টিএমসিপির অপর গোষ্ঠী। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতি ও জেলার পর্যবেক্ষককে না জানিয়ে ছাত্র সংগঠনের সভাপতি বদল করা হয়েছে।
বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা নেতৃত্ব ও পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে না জানিয়ে ছাত্র সংগঠনের জেলা সভাপতি বদলকে কেউ মেনে নিতে পারছে না। কোনওরকম আলোচনা ছাড়া এই বদল করা হয়েছে। আমরা চাই জেলা সভপতি অমল আচার্য ও মন্ত্রী তথা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সাথে আলোচনা করার পর এই পদটি দেওয়া হোক। যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলেও জানিয়েছেন অভিষেক বাবু।
উল্লেখ্য, বুধবার দিনই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বদল করেছে রাজ্য। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অন্যান্য জেলার পাশাপাশি এই জেলাতেও জেলা সংগঠনের সভাপতি বদল করার নির্দেশিকা জারি করেছেন। অজয় সরকারকে সরিয়ে এই জেলায় ছাত্র সংগঠনের নতুন সভাপতি করা হয়েছে অনুপ করকে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্য বলেন, টিএমসিপির রাজ্য সভাপতির নির্দেশে এই জেলায় সংগঠনের সভাপতি বদল করা হয়েছে। যদিও এই ব্যাপারে আগে থেকে আমাদের সাথে কিছু আলোচনা করা হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা জানতে পেরেছি।