Archiveরায়গঞ্জ

টোটো দুর্ঘটনা জাতীয় সড়কে, আহত ছয়

NBlive চোপড়াঃ জাতীয় সড়কে টোটো দুর্ঘটনা। পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত একই পরিবারের ছয়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সুভাষগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। আহতদের উদ্ধার করে প্রথমে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ৪ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশসূত্রে জানা গিয়েছে, চোপড়ার গোয়ালগছ গ্রামের একই পরিবারের সদস্যরা চোপড়ায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে টোটোতে চেপে বাড়ি ফেরার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে সুভাষগছ এলাকায় একটি পিকআপ ভ্যান টোটোটিকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হন টোটো যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আহতদের মধ্যে এক শিশু সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান সহ টোটোটিকে আটক করে চোপড়া থানার পুলিশ।

Back to top button